Wednesday 16 June 2021

মনিরুজ্জামান প্রমউখ-এর অণু কবিতা

মনিরুজ্জামান প্রমউখ-এর অণু কবিতা: ১ বিনা কারণেই বিনি-কে, খুঁজি! বিনি তারে-বিনাই ভাবে, নূরী!   ২. অরণ্য আর-বরেণ্য এক হয় না, দাওয়ায়। দিন এখন যার, তার ঘুড়ি উড়ায়, হাওয়ায়।   ৩ উড়ান চিনে, পাখি। জিরান চিনে, ভবানী। আমি তার মাঝামাঝি।   ৪ উল্টে ফেলার পথ চিনি, হরেক। তবু-ছুঁয়ে আছি, যা রয়েছে, অনেক।   ৫ কমে, পোষা হয় অনেক, হরেক! বুঝা যায়, ভেতরে তার কি সাজেক!   ৬ আলো ছুঁই, তবু ছুঁই না, তারে। পাছে, মনের আলো, না সরে

No comments:

Post a Comment